ঘুষখোর তোরা হুঁশ কর ভাই
দয়াকর তোরা থাম রে থাম
বাম হাতে আর পাপ করিস না
ধরিস না আর ঘুষের খাম।
হারাম খাওয়া ছেড়ে দে ভাই
হাদিস কুরআন পড়ে নেয়
পরকালে পড়বে কঠিন সাজায়
হক্কুল এবাদ ফিরিয়ে দেয়।
হারাম খাইয়ে দামি স্কুলে পড়িয়ে
যে সন্তান করছো বড়সড়
জর্জ ব্যারিস্টার হয়েও শেষে
হারামি হবেই সে দৃঢ়।
লাখ লাখ টাকার ঘুষ খাচ্ছ
আইনের পোষাক পরে
অপরাধী খালাস পেয়ে যায়
খুন ও ধর্ষণের পরে।
কুরআন ছুয়ে শপথ নিয়ে
হলে কোর্টের বিচারপতি
প্রহসন করে বিচার খাচ্ছে
লাল ফকিরের কেরামতি।
দেশটা আসলেই নষ্ট হচ্ছে
তোদের হাতে ধরে
অপরাধীর সাহস বৃদ্ধি পায়
দুষ্টের কলমের জোরে।
ঘুষের টাকায় সম্পদ করে
লম্পট গেলেন হজ্বে
দেশের দশের ক্ষতি করে
গাঁ ভরেছেন বর্জে।
হজ্ব করে গজ ফুলিয়ে লাগাও
নামের আগায় হাজী
দুনিয়া এবং আখেরাতে ভাই
তুই তো সেরা পাজি।
হারামে সন্তান হারামি হবে
নিশ্চিত জেনে রাখো
শেষ বয়সে লাথি গুতা খাই
বৃদ্ধাশ্রমে তোমরাই থাকো
প্রশাসনে দূর্নীতি ও ভাই
আর করিস না ভুলে
এই জায়গাটা ঠিক হলে
দেশ যাবেনা রসাতলে।
——————————
🖼️ আবোল তাবোল
বাহাত্তর হাজার তারের নদীপথে
বহে রক্তস্রোত এলোপাথাড়ি
ভাঙ্গন ধরে পঁচে গলে নষ্টও হয়
তবুও কেউ ছিঁড়তে পারেনা দড়ি।
পিতার জারজও ঝুলে সেথায়
তার প্রবাহসম অধিকারে
নিয়মের ব্যত্যয় নেই কোথাও
দুনিয়া কিবা শেষ বিচারে?
আয়নার পিছনে আব না থাকলে
নিজেকে তাতে যায়না দেখা
দুষিত রক্ত ঠিক সেরকমই
শরীরের ঝমাট মরীচিকা।
কলুর বলদ গ্লানী সয়ে যায়
যদিও না পায় শ্রমের মুল্য
বে-ইনসাফি কখনোই নয়
ইনসাফির মতো সমতুল্য?
———————————-
📒মুসলিম সে নয়
গরু খাই আর মিলাদ পড়ি
পড়িনা মুসলিম বুখারী
নামাজ আর কোরআন পড়লেও
রুখু সেজদায় ভুল করি।
ঢা বি থেকে ডিগ্রী লইছি
উচ্চ মার্গের সনদ
রমজান মাসে রোজাও রাখি
আছে দিলের দরদ।
শিয়া সুন্নি মালিক হাৃ্ম্বলি
সুবিধা বুঝে মানি
তওবার দোয়ার খোলা আছে
এই সত্যটা জানি।