হাসিনা হাসি
হয় তো একদিন চলে যাবো
একা পরে রবে আমার
সাজিয়ে রাখা টেবিলটা,
হয় তো একদিন অযত্নে ঝুলবে
দেয়ালে আমার সেই ছবিটা।
হয় তো একদিন কারুর কাছে
হবো আপন নয় তো পর,
এয় তো একদিন চলে গিয়ে
হবো স্বার্থপর।।
হয় তো একদিন প্রিয়জন আমার
অনেক কাঁদা কাঁদবে,
হয় তো একদিন অতীতের টানে
আমাকে কেউ ডাকবে।
হয় তো একদিন আসবে না আর
জীবনে ভোরের আলো,
হয় তো একদিন সবি হবে
আলো গুলো সব কালো।
হয় তো একদিন উঠাবে না কেউ
সকালের সেই ভোরে,
হয় তো একদিন জাগবো না আর
কোকিলের গানের সুরে।
হয় তো একদিন লুটাবে দেহ
জগৎ মায়ার ঘরে,
হয় তো একদিন সমাধি পাবে
এ দেহ মাটির তরে।।
হয় তো একদিন
130 total views