কবি ফাহমিদা ইয়াসমিন রচিত শিশুতোষ গ্রন্থ “ফারহাতের বিজয়” প্রকাশ
সিলেট বিডি নিউজ
প্রকাশিত ১২, জানুয়ারি, ২০২১, মঙ্গলবার
আহমদ মালিক, সিলেট বিডি নিউজ
প্রেম ও প্রকৃতির কবি ফাহমিদা ইয়াসমিন এর “ফারহানের মুক্তিযুদ্ধ” গ্রন্থটির ব্যাপক পাঠকপ্রিয়তার ধারাবাহিকতায় দ্বিতীয় শিশুতোষ গ্রন্থ “ফারহাতের বিজয়” প্রকাশ পেয়েছে। বইটি প্রকাশ করেছে ইরাবতী প্রকাশনী। বইটি রকমারি.কম এ পাওয়া যাচ্ছে। এছাড়া ১৬২৯৭ এই নাম্বারে কল দিয়ে বইটি অর্ডার করা যাবে। আগামী ২০২১ বইমেলায়ও পাওয়া যাবে।
কবি ফাহমিদা ইয়াসমিন মৌলভীবাজার জেলার বড়কাপন গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব মো. ইলাছ মিয়া, মাতা ফজিলাতুন্নেছা চৌধুরী। লন্ডন প্রবাসি কবি ফাহমিদা ইযাসমিন এঁর স্বামী প্রকৌশলী মো. ফয়জুল ইসলাম ও আদরের দুই সন্তান ফারহাত ,ফারহান।
কবি ফাহমিদা ইয়াসমিন মৌলবীবাজার মহিলা কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। শত ব্যস্ততার মাঝে থেকেও সাহিত্যের সকল শাখায় গভীর মনোনিবেশ করে যাচ্ছেন সতত। দেশ বিদেশের দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা, অনলাইন মিডিয়া ও বিভিন্ন সংকলনে অনবরত লিখে যাচ্ছেন কবিতা,গল্প, ছড়া ইত্যাদি।