মোঃ রুবেল আহম্মেদ (আরব)
তোমার বাড়ি এত ঠান্ডা
কিভাবে থাক ঘরে?
গা আমার করব গরম
আগুন যে পাই কি করে।
সন্ধ্যা হলে তোমার বড়ি
বাতাস আসে দেয়ে,
ঠান্ডায় আমি কাঁপছি কেমন
দেখছে তোমার মেয়ে।
ভোর হলে তোমার বাড়ি
পাখিরা আসে না!
কিভাবে আসবে ওরা
কুয়াশায় রাস্তা খোঁজে পায় না।
সকাল হলো তুমার বাড়ির
সূর্য মামা কই?
পূর্ব আকাশ এত যাপসা
দেখতে না পাই সই।
আমার বাড়ির সূর্যের আলো
সকাল শেষে আসে,
খেতে দিব শীতের পিঠা
তোমায় ভালবেসে।
426 total views