আলেয়া নাছমিন
আমি টোকাই ফুটপাতে থাকি
ধূলোয় মাখা দেহ,
আমি অবহেলিত আমি এতিম
আপন নেই কেহ।
আমার নেই কোনো ঘর বাড়ি
নেই মাতা পিতা,
আমি বলতে পারিনা কাউকে
মনের চাপা ব্যাথা।
আমি পথে পথে ঘুরি ফিরি
নোংরা কাগজ কুড়াই,
আমার মন মেঘলা আকাশ
দুঃখের ঘুড়ি উড়াই।
আমার নাম পথ শিশু টোকাই
ভিক্ষুক আমি নই,
অনাদরে অনাহারে পথের শিশু
পথেই পরে রই।
আমার গায়ে ছেড়া বস্ত্র দেখে
ঘৃণায় মুখটি ঘুরাও,
আমিও মানুষ তোমাদের মতো
স্নেহের হাতটি বাড়াও।
একটু আদর ভালো বাসা
আমিও পেতে চাই,
টোকাই বলে আমায় কেনো
দূর-ছাই কর ভাই।
টোকাই বলে ডাকো আমায়
করি নাতো রাগ,
অভিশপ্ত জীবনে আমি তোমাদের
চাইনা সুখের ভাগ।
আমার চাই বাঁচার প্রয়োজনে
এক মুঠো ভাত,
প্রচণ্ড শীতে মাটি আঁকড়ে
ধূলোয় কাটে রাত।
আমার কি দোষ বলোতো
কেনো আমি টোকাই,
পৃথিবীর আলো দেখিয়েছে যারা
আজ তারা কোথায়?
জন্ম যখন দিয়ে ছিলে মাগো
রাস্তায় কেনো আমি আজ,
আমার কিগো পাওয়ার ছিলোনা
সুন্দর পরিবেশ সুস্থ সমাজ।
আমার কাধে স্কুল ব্যাগ নেই
আছে নোংরা থলি,
নিজেই নিয়েছি নিজের দায়িত্ব
আপন কাধে তুলি।
খুদার জ্বালায় ঘুম আসে না
খেয়ে নলের পানি,
বেঁচে থাকার সংগ্রামে রোজ
জীবন গ্লানি টানি।
টোকাই বলে আমার কি আর
সুখের নেই সাধ,
অভিশপ্ত জীবন আমি টোকাই
এই কি আমার অপরাধ?
1,191 total views