জুড়ীতে ‘প্রশান্তি ইউকে’র গর্ভবতী মা ও নবজাতকের মাঝে খাদ্য বিতরণ
সিলেট বিডি নিউজ
প্রকাশিত ২০, ফেব্রুয়ারি, ২০২১, শনিবার
মুহিবুর রহমান: ইউকে ভিত্তিক মাতৃসেবা সংগঠন প্রশান্তি হেলথি লিভিং সেন্টার (স্বাস্থ্য প্রকল্প) জুড়ী উপজেলা কর্তৃক গর্ভবতী মা ও নবজাতকের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।
মৌলভীবাজারের জুড়ী আধুনিক হাসপাতালে আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে আনোয়ারুল ইসলাম বড়লষ্করের সভাপতিত্বে ও লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবী মিসেস শাহিন ফারুক,
গ্রামীণ ব্যাংকের সাবেক ডিজিএম মুজিবুর রহমান,
লন্ডন প্রবাসী আইনজীবী ছহুল হোসেন মকু, বিশিষ্ট সমাজসেবক কন্দর্প চন্দ, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জুড়ীতে প্রশান্তির সুন্দর ও সেবামূলক কাজের প্রশংসা করেন এবং প্রশান্তির কার্যক্রম আরো বৃদ্ধি করার আহবান জানান।