মোস্তফা বকস্, রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (২১ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পাল রাজনগর কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
এরপর একে একে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন রাজনগর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, পেশাজীবী পরিষদ ও আওয়ামিলীগ এর সহযোগী অংগ সংগঠনের নেত্রীবৃন্দ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রী বৃন্দ।
এছাড়াও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজনগর উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস।