সুনামগঞ্জের টুকেরবাজারে নৌ-পুলিশ ফাড়িঁ পরিদর্শনে পুলিশ সুপার
সিলেট বিডি নিউজ
প্রকাশিত ২১, ফেব্রুয়ারি, ২০২১, রবিবার
সুনামগঞ্জ প্রতিনিধি: নৌ-পুলিশ সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মোছা. শম্পা ইয়াসমিনের সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের টুকের বাজার নৌ-পুলিশ ফাঁড়ি পরিদর্শন ও গণমাধ্যমকর্মীদের সাথে এক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ফেব্রুয়ারি) টুকের বাজার পুলিশ ফাঁড়ির আয়োজনে পুলিশ ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়। টুকের বাজার নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই রকিবুল ইাসলামের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শম্পা ইয়াসমিন।
পুলিশ সুপার শম্পা ইয়াসমিন বলেন এই সুনামগঞ্জ জেলায় ২০১৪ সালে নৌ-পুলিশ প্রতিষ্ঠা করা হয় এবং জেলার বিভিন্ন উপজেলায় ৫টি পুলিশ ফাঁড়ি রয়েছে। তারা নিয়মিত নৌপথেটহল অব্যাহত রাখলেও তাদের তদারকির জন্য লোকবল সংকট, নৌ-যান ও জলজ যান সংকট রয়েছে। তবে বর্তমান সরকার এই সংকট নিরসনে অনেকগুলো পদক্ষেপ নিচ্ছেন বলে জানান। তিনি বলেন,এই নৌ-পুলিশের দায়িত্ব হচ্ছে হাওরের জেলা সুনামগঞ্জের নদীগুলোকে সুরক্ষা করা,নৌপথে চাদাঁবাজি অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন বন্ধ রাখার পাশাপাশি নৌপথে মাদক ব্যবহার,চোরা চালানী ও ডাকাতিরোধে নৌ পুলিশের প্রতিটি সদস্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। পরে তিনি টুকের বাজার নৌ-ঘাট পরিদর্শন করেন।