আব্দুর রাজ্জাক রাজু: চুনারুঘাটের চিমটিবিল সীমান্তে গাঁজাসহ কৃষান কর্মকার (২০) কে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। সে সাতছড়ি সুন্দর ঠিলার উত্তম কর্মকারের পুত্র।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার চাকলাপুঞ্জি সীমান্তের ১৯৭৫/৮ এস পিলারের বাংলাদেশ অভ্যন্তরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ তাকে আটক করে চিমটিবিল বিজিবি জোয়ানরা।
আটক যুবকের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক আইনে মামলা দিয়েছে বিজিবি।
বিজিবি’র সহকারী পরিচালক (এডি) নাসির উদ্দিন চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে জির ট্রলারেন্স নীতি অব্যহত থাকবে।
162 total views