বিশ্বনাথ থানা পুলিশ করোনার টিকার নিবন্ধন সহায়তা দিচ্ছে
সিলেট বিডি নিউজ
প্রকাশিত ২২, ফেব্রুয়ারি, ২০২১, সোমবার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে নভেল করোনা ভাইরাসের টিকা নিতে যারা অনলাইনে নিবন্ধন করতে পারছেন না, আজ থেকে তাদের নিবন্ধনে সহায়তা শুরু করেছে থানা পুলিশ।
আগ্রহীদের ফ্রি নিবন্ধন করে দিচ্ছেন পুলিশ সদস্যরা। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় থানা ফটকের বিশেষ বুুথে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় এ নিবন্ধন কার্যক্রম। প্রথম দিনে আগ্রহী ১৬জন ব্যক্তিকে নিবন্ধন করে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলাম।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুুলিশ স্টেশনের অফিসার্স ইনচার্জ শামীম মুসা বলেন, অনেকে হয়তো ঠিকমতো অনলাইনে টিকার জন্যে আবেদন করতে পারছেন না। তাই আমরা জনসাধারণকে বিনামূল্যে নিবন্ধনে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিদিন এ নিবন্ধন কার্যক্রম চালু থাকবে। এজন্য টিকা গ্রহণে আগ্রহী চল্লিশোর্ধ ব্যক্তি জাতীয় পরিচয়পত্র ও একটি মোবাইল নাম্বার নিয়ে আসলেই নিবন্ধন এর আওতাভুক্ত হবেন।