মাতৃভাষা দিবসে পরিবেশ স্বার্থ সংরক্ষণ আন্দোলনের শ্রদ্ধা নিবেদন
সিলেট বিডি নিউজ
প্রকাশিত ২২, ফেব্রুয়ারি, ২০২১, সোমবার
আহমদ মালিক,(ওসমানীনগর) সিলেট: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পরিবেশ স্বার্থ সংরক্ষণ আন্দোলন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে। একুশের ফেব্রুয়ারীর প্রথম প্রহরে উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ শহীদ মিনারে পুস্পার্ঘ নিবেদন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন, পরিবেশ স্বার্থ সংরক্ষণ আন্দোলনের ফাউন্ডার চেয়ারম্যান সাংবাদিক জুবেল আহমদ সেকেল, নির্বাহী পরিচালক শাহ জামাল আহমদ, সংগঠনের নির্বাহী সদস্য সাংবাদিক মলয় চক্রবর্তী, আহমদ মালিক, ফয়ছল খান ও আব্দুল ছত্তার। এ সময় সংগঠনের দায়িত্বশীলগণ ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা সহ দেশের সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবী জানান।