মৌলভীবাজারে শহিদ দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সিলেট বিডি নিউজ
প্রকাশিত ২২, ফেব্রুয়ারি, ২০২১, সোমবার
নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সোমবার (২১ ফেব্রুয়ারি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
আলোচনা সভার শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি এবং মৌলভীবাজার জেলার ০৫টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সদস্যবৃন্দ।