মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির নব-নির্বাচিত সভাপতি কামরেল, সম্পাদক খালিক
সিলেট বিডি নিউজ
প্রকাশিত ২৫, ফেব্রুয়ারি, ২০২১, বৃহস্পতিবার
মনিরুল ইসলাম: মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির কার্যকরী পরিষদ ২০২১-২০২২ ইং এর নির্বাচনে কামরেল আহমেদ চৌধুরী সভাপতি ও মোঃ আব্দুল খালিক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ভোট গ্রহণ শেষে রাত ৮.০০ টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিজ্ঞ সিনিয়র আইনজীবি বাবু ভূপতি রঞ্জন চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতির নব নির্মিত ১ নম্বর বার হলের ৪ তলায় দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ৩৮৫ জন ভোটারের মধ্যে ২৪৬ জন আইনজীবী ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ১৫ জন আইনজীবী প্রার্থী।
ঘোষিত ফলাফল অনুযায়ী কামরেল আহমেদ চোধুরী ১৭৭ ভোট পেয়ে সভাপতি ,বাবু ডাডলী ডেরিল প্রেন্টিস ১৮৩ ভোট পেয়ে সহ-সভাপতি , সাধারণ সম্পাদক পদে মো: আব্দুল খালিক ২১০ ভোট ,সহ সম্পাদক (সাধারণ) পদে মো: মাহবুবুল আলম (২) ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হন।অপরদিকে সমিতির ২টি পদ যথাক্রমে সহ-সম্পাদক (লাইব্রেরি) পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বাবু সুমন দাস ও সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) পদে বিজয়ী হয়েছেন সিরাজুল ইসলাম সিরাজী।