সরকারি-বেসরকারি চাকরিজীবীরা বৈশাখী ভাতা পাবেন ১০ এপ্রিলের মধ্যে
সিলেট বিডি নিউজ
প্রকাশিত ১, এপ্রিল, ২০২১, বৃহস্পতিবার
নিউজ ডেস্ক: আগামী ১ এপ্রিল থেকে ১০ এপ্রিলের মধ্যে বৈশাখী ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সম্প্রতি অর্থ বিভাগের উপসচিব (সিনিয়র সচিবের একান্ত সচিব) মো. হেলাল উদ্দীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘বৈশাখী ভাতা বেতনের সঙ্গে দেয়া হবে না, উৎসব ভাতা-বৈশাখী ভাতা আলাদাভাবেই দেয়া হয়। এপ্রিলের শুরু থেকে ১০ তারিখের মধ্যেই ভাতার টাকা দেয়া হবে। যেহেতু এখন অনলাইন সিস্টেম, এই ভাতার বিল প্রথমে সাবমিট করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিল সাবমিট করার পর অ্যাকাউন্টস অফিস পাস করবে, পাস করলেই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এই বিলটি এপ্রিলের ১ থেকে ১০ তারিখের মধ্যেই দেয়া হবে। বৈশাখের আগেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই ভাতা পাবেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ ডিসেম্বর জাতীয় বেতন কাঠামোতে প্রথমবারের মতো বৈশাখী ভাতা চালুর ঘোষণা করা হয়। সে অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পেয়ে থাকেন। পাশাপাশি কিছু সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানও এ ভাতা দিয়ে থাকেন।