অটোরিকশা গ্যারেজ থেকে কোটি টাকার ইয়াবা জব্দ , আটক এক
নিজস্ব প্রতিনিধি
৩০ জানুয়ারি, ২০২২, 10:10 PM
নিজস্ব প্রতিনিধি
৩০ জানুয়ারি, ২০২২, 10:10 PM
অটোরিকশা গ্যারেজ থেকে কোটি টাকার ইয়াবা জব্দ , আটক এক
আনোয়ারা প্রতিনিধিঃ- আনোয়ারা উপজেলায় ৪৮ হাজার ৫শ পিস ইয়াবা সহ মো. সৈয়দ (৬১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা । যার আনুমানিক মূল্য ০১ কোটি ৪৬ লক্ষ টাকা।
শনিবার উপজেলার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সে আনোয়ারা থানার রায়পুর এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।
রবিবার (৩০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি বলেন, মো. সৈয়দ ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে গেলে সৈয়দ র্যাব সদস্যদের দেখে পালানোর চেষ্টা করে। এরপর তাকে ধাওয়া দিয়ে ধরতে সক্ষম হয় র্যাব-৭এর সদস্যরা।
পরে তার গ্যারেজে লুকানো প্রায় ০১ কোটি ৪৬ লক্ষ টাকা মূল্যের ৪৮ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যা তিনি আনোয়ারাসহ আশপাশের এলাকায় বিক্রির চেষ্টা করছিলেন। মো. সৈয়দকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।