ঢাকা ১৯ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে ঘাতক ট্রাক চালকের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ওসমানীনগরে আইএফআইসি গোয়ালাবাজার ব্রাঞ্চের কম্বল বিতরণ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এখনো সক্রিয় সড়কের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান লাউ চাষ করে লাখপতি জুড়ীর প্রবাস ফেরত সালেহ জুড়ী-কুলাউড়ার শতশিক্ষকের মিলনসভা অনুষ্ঠিত তারেক - জোবাইদাসহ যে ৫ জন‌ খালেদা জিয়াকে লন্ডনে স্বাগত জানাবেন জুড়ীতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ তাহিরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা জুড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডিবিসি নিউজে নিয়োগ পেলেন ওমর ফারুক নাঈম

অস্ত্রসহ চার রোহিঙ্গাকে আটক করলো র‍্যাব

#

০৭ জানুয়ারি, ২০২২,  4:47 PM

news image

কক্সবাজার-বান্দরবান সীমান্তের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (৭ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর পাহাড়ে এ অভিযান চালায় র‌্যাব-১৫ এর একটি চৌকস দল।


 র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, এ সময় দুটি বিদেশি পিস্তল ও ৬টি দেশীয় তৈরি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো, উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এর মৃত আশুক জামানের ছেলে মোহাম্মদ নূর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজিমুল্লাহ (৩৪), আবদুস সবুরের ছেলে খায়রুল আমিন (১৯) ও থাইংখালী ক্যাম্প-১৩ এর ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ (২৩)।



র‌্যাব -১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ৪ জনকে আটক করা হয়। 


আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার পর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান  র‌্যাবের এ কর্মকর্তা।


logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ