আনোয়ারায় পোড়ানো হলো ৪ লাখ টাকার অবৈধ জাল
মনিরুল ইসলাম
২০ জানুয়ারি, ২০২২, 9:14 PM
মনিরুল ইসলাম
২০ জানুয়ারি, ২০২২, 9:14 PM
আনোয়ারায় পোড়ানো হলো ৪ লাখ টাকার অবৈধ জাল
আনোয়ারা প্রতিনিধি:- আনোয়ারা উপজেলায় সাঙ্গু মোহনা থেকে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১১টি অবৈধ জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জালের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী এবং উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক।
তিনি বলেন, দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন শুরু করেছে সরকার। তার অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬টি বেহুন্দী জাল, ১ টি চরঘেরা জাল ও ৫টি চিংড়ি পোনা ধরার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো কোস্টগার্ডের পল্টনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে ।
মাছ ধ্বংসকারী জাল প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।