আনোয়ারায় স্কুল শিক্ষার্থীদের কোভিড টিকাদান কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিনিধি
১০ জানুয়ারি, ২০২২, 8:09 PM
নিজস্ব প্রতিনিধি
১০ জানুয়ারি, ২০২২, 8:09 PM
আনোয়ারায় স্কুল শিক্ষার্থীদের কোভিড টিকাদান কার্যক্রম শুরু
রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধিঃ- চট্টগ্রামের আনোয়ারায় ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল , মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি ) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জন্ম-নিবন্ধনের সনদের মাধ্যমে শিক্ষার্থীরা এই টিকার জন্য নিবন্ধন করে টিকা গ্রহণ করছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফেরদৌস হোসেন ।
১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে আনোয়ারা উপজেলা পরিষদে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে তিনটি বুথে এ টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল কলেজের শিক্ষার্থীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হবে। ১০ জানুয়ারি থেকে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এ কেন্দ্রে প্রতিদিন তিন হাজার থেকে সাড়ে ৩ হাজার জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্য মাত্রা ধরা হয়েছে।
টিকা গ্রহণ শেষ শিক্ষার্থী কাউছার জান্নাত তাছমি জানান, আমরা ফাইজারের টিকা পেয়ে অনেক খুশি। প্রথম দিকে ব্যথা লাগবে ভেবে ভয় পেয়েছিলাম, কিন্তু কখন যে টিকা দিয়ে দিয়েছে বুঝতেই পারিনি, টিকা নিতে পরে আমার ভালো লাগছে।
টিকা নিতে লাইনে দাঁড়িয়েছিল আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির সাবরিনা আলম। খুদে এই শিক্ষার্থী জানায়, জন্ম নিবন্ধন সনদ দিয়ে খুব সহজে টিকা নিতে পারছি। খুব ভালো লাগছে।
টিকা গ্রহণের পর আনোয়ারা সরকারি হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী সুমন মন্ডল জানায়, টিকা নিতে প্রথমে একটু ভয় লাগছিল। কিন্তু খুব একটা ব্যথা লাগেনি। টিকা নিতে পেরে খুশি লাগছে। ধন্যবাদ প্রশাসনকে এতো সুন্দর ভাবে আমাদের টিকা ব্যবস্থা করে দেওয়ার জন্য।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তালিকা অনুযায়ী উপজেলার ৪০ টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী ২৩ হাজার ৪৯৫ জন শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে।এই টিকার যাবতীয় কার্যক্রম করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ। আমরা শুধু টিকা সংরক্ষণ ও প্রয়োগের কাজ করছি। আজ থেকে ১৭ তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ে কেউ বাদ পরে গেলে তাকেও টিকার আওতায় আনা হবে।