আনোয়ারার জুঁইদন্ডী ইউপি নির্বাচনের ভোট গ্রহণ শুরু
নিজস্ব প্রতিনিধি
৩১ জানুয়ারি, ২০২২, 9:44 AM
নিজস্ব প্রতিনিধি
৩১ জানুয়ারি, ২০২২, 9:44 AM
আনোয়ারার জুঁইদন্ডী ইউপি নির্বাচনের ভোট গ্রহণ শুরু
আনোয়ারা প্রতিনিধি:- চট্টগ্রামের আনোয়ারায় ৬ষ্ঠ ধাপে জুঁইদন্ডী ইউনিয়নে নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টায় এই ইউনিয়নের ৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচন সুষ্ঠ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাচন কমিশন।
আনোয়ারার ইতিহাসে প্রথম বারের মতো ইভিএমএ পদ্ধতিতে এই ভোগ গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে উৎসাহ্ উদ্দীপনার পাশাপাশি ইভিএমএ ব্যবহারে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হওয়াতে উদ্বিগ্ন অনেক ভোটাররাও। নতুন অভিজ্ঞতার মুখোমুখি তরুন ও বয়োজৈষ্ট্য ভোটাররা।
জুঁইদন্ডী ইউনিয়ন রিটার্নিং কর্মকর্তা আবদু শুক্কুর জানান, জুঁইদন্ডী ইউপিতে ৯টি কেন্দ্রে ১২ হাজার ৮৬২ ভোটার তাদের ভোটাধিক প্রয়োগ করবেন।প্রথমবারের মত এই ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচন সুষ্ঠ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে যা যা প্রস্তুতি নেওয়া দরকার তার সব কিছুই করা হয়েছে। এ নির্বাচনে বিজিবি, র্যাব, তিনজন ম্যাজিষ্ট্রেট দায়িত্বে থাকবে। এছাড়া পুলিশ, আনসার ভিডিবি ও গ্রাম পুলিশ যৌথভাবে কাজ করছে ।
উল্লেখ্য, ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে মামলার কারণে ২০১১ সালের ১৪ জুলাইয়ে নির্বাচন স্থগিত হওয়ার পর দীর্ঘ প্রায় সাড়ে ১০ বছর পর জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে।