ঢাকা ১৯ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে ঘাতক ট্রাক চালকের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ওসমানীনগরে আইএফআইসি গোয়ালাবাজার ব্রাঞ্চের কম্বল বিতরণ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এখনো সক্রিয় সড়কের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান লাউ চাষ করে লাখপতি জুড়ীর প্রবাস ফেরত সালেহ জুড়ী-কুলাউড়ার শতশিক্ষকের মিলনসভা অনুষ্ঠিত তারেক - জোবাইদাসহ যে ৫ জন‌ খালেদা জিয়াকে লন্ডনে স্বাগত জানাবেন জুড়ীতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ তাহিরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা জুড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডিবিসি নিউজে নিয়োগ পেলেন ওমর ফারুক নাঈম

আলোর দ্বীনি মশাল নিয়ে এগিয়ে যাচ্ছে" আদর্শ শিক্ষা নিকেতন"

#

০৪ জানুয়ারি, ২০২২,  9:10 PM

news image

নিজস্ব প্রতিবেদক :

ক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড দক্ষিণ মহুরী পাড়ায় মনোরম পরিবেশে দন্ডায়মান  আদর্শ শিক্ষা নিকেতন একটি আধুনিক বিদ্যাপীঠ।এখানে বাংলা ইংরেজির পাশাপাশি আরবী শিক্ষাও বাধ্যতা মূলক করা হয়েছে।ধর্মীয় শিক্ষার ফাউন্ডেশন মজবুত করার পাশাপাশি কম্পিউটার শিক্ষার ক্ষেত্রেও পাঠদানের ব্যবস্থা রয়েছে। ১৩ জন অভিজ্ঞ শিক্ষক, কর্মচারী রাতদিন পরিশ্রম করে অত্যান্ত যত্ন সহকারে পাঠদান দিয়ে যাচ্ছে।গরীব মেধাবী ও এতিম শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পড়া লেখার ব্যবস্থা আছে । রয়েছে আবাসিক ব্যবস্থাও। ২০০৭ সালে প্রতিষ্টিত এই শিক্ষা প্রতিষ্টান  অনেক প্রতিকূল পরিবেশ পরিস্থিতি  উপেক্ষা করে  আজ এক অনন্য মাল্টিমিডিয়া  দ্বীনি প্রতিষ্ঠানে রুপ নিয়েছে ।  সকল বিভাগে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে নূরানী, হিফজুল কোরআন,  এবতেদায়ী শাখা ও মাধ্যমিক পর্যন্ত পাঠদান চলছে। বাংলাদেশের অন্যান্য কাওমী মাদ্রাসার মত  দেশী-বিদেশী অর্থ  সহায়তায় এই প্রতিষ্ঠান আলোকিত মানুষ গড়ার মহিরুহে রুপ লাভ করেছে । ইতিমধ্যে শত শত শিক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে বের হয়ে দেশ বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃতিত্বের সাথে পাশ করে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।  কিন্তু প্রতিষ্ঠানের এই অগ্রযাত্রাকে ব্যহত করার লক্ষ্যে এক শ্রেণীর অসাধু কুচক্রী মহল  আলোকিত  সমাজ ব্যবস্থার বিপরীতে তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে করে প্রতিষ্ঠানের অর্জিত সূনাম ও ঐতিহ্য বিনষ্ট হচ্ছে। এতে  করে  শিক্ষক ও কোমল মতি শিক্ষার্থীদের উপর মানসিক চাপ সৃষ্টি  হচ্ছে।ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। 


আদর্শ শিক্ষা নিকেতন এর পরিচালক  মওলানা আব্দুল করিম ও শিক্ষা পরিচালক মওলানা আসলাম জানান, আমাদের এই প্রতিষ্টানকে নষ্ট করার  জন্য  এক শ্রেণির নোংরা মানুষ ও দুর্বৃত্ত উঠে পড়ে লেগেছে।   শিক্ষার্থী ও শিক্ষকরা  দুর্বৃত্তদের  কারণে মাদ্রাসায় নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেনা। তবুও আমরা পাঠদান অব্যাহত রেখেছি। 
সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই ইনশাআল্লাহ।  ধর্ম প্রিয় মুসলমান, স্থানীয় ধনাঢ্য  ব্যক্তি বর্গের প্রতি অনুরোধ  আপনারা পূর্বের ন্যায়  প্রতিষ্টানকে সহযোগিতা করবেন৷ 

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ