ওসমানীনগরে সেবার আলো যুব সংঘে'র কমিটি গঠন
০৩ সেপ্টেম্বর, ২০২৪, 11:01 PM
NL24 News
০৩ সেপ্টেম্বর, ২০২৪, 11:01 PM
ওসমানীনগরে সেবার আলো যুব সংঘে'র কমিটি গঠন
ওসমানীনগর প্রতিনিধি ::
'চলবো মোরা একসাথে,করব জয় মানবতাকে" এই স্লোগানকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে সম্পূর্ণ অরাজনৈতিক সেবামূলক সংগঠন "সেবার আলো যুব সংঘ" এর ১৪ সদস্যবিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। সকলের সম্মতিক্রমে আব্দুল মালেককে সভাপতি, সেবুল আহমদকে সাধারণ সম্পাদক এবং দিলোয়ার হোসেনকে অর্থ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। সোমবার বিকেলে উপজেলার গোয়ালাবাজারস্থ একটি অভিজাত রেস্তোরাঁয় আলোচনা সভার মধ্যদিয়ে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি জুবেল আহমদ,রাসেল আহমদ,সৈয়দ মাহবুবুছ সামাদ শাওন, সহ-সাধারণ সম্পাদক রেজওয়ান হোসাইন শাহিন,সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নাঈম আহমদ, জুনেদ আহমদ, সহ- অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক জিতু আহমদ, সদস্য সৈয়দ হোসাইন ও প্রধান উপদেষ্টা আনোয়ার আলী।
সংগঠনের কমিটি গঠনকালে আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা ওসমানীনগরের বিভিন্ন এলাকার যুবসমাজকে নিয়ে সমাজের ভালো কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাব। সামাজিক সংগঠন "সেবার আলো যুব সংঘ -এর অন্যতম ভূমিকা থাকবে মাদকমুক্ত সমাজ, নিরক্ষরতা দূর, বাল্যবিবাহ রোধ, গরিব-দুখী মানুষের উপকার করা এবং সামাজিক কুসংস্কার দূর করা।