কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আগুন, কাজ করছে ফায়ারসার্ভিসের ৭ ইউনিট
০২ জানুয়ারি, ২০২২, 9:17 PM
NL24 News
০২ জানুয়ারি, ২০২২, 9:17 PM
কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আগুন, কাজ করছে ফায়ারসার্ভিসের ৭ ইউনিট
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (২ জানুয়ারি) রাত ৮টায় ২০ নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর পুলিশ সুপার নাইমুল হক জানান, ২০ নং ক্যাম্পের ডি ব্লক থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে। তবে কীভাবে ঘটল, তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আইওএম হাসপাতাল থেকে রোহিঙ্গা শিবিরে আগুন লাগে,
নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট । এখনো হতাহতের কোন খবর পাননি বলে তিনি নিশ্চিত করেছেন।