কুকুরের দুধ পান করে বেঁচে আছে ছাগলছানা
০১ জানুয়ারি, ২০২২, 12:59 AM
NL24 News
০১ জানুয়ারি, ২০২২, 12:59 AM
কুকুরের দুধ পান করে বেঁচে আছে ছাগলছানা
মায়ার বাঁধন বড় বাঁধন। তাতেই সম্পর্ক প্রতিপালিত হয়। কখনো এমন ব্যতিক্রমী কিছু ঘটনাও ঘটে, যা দেখে আশ্চর্য হয় মানুষ। এমনই এক ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা কেন্দ্রের খারজুলি গ্রামে। যেখানে কুকুরের দুধ পান করে বেঁচে আছে ছাগলছানা।
খারজুলি গ্রামের বাসিন্দা শেখ ফিরোজের বাড়িতে কয়েকটি ছাগল রয়েছে। তার মধ্যে একটি ছাগল দিন সাতেক আগে বাচ্চা প্রসব করে। ছাগলছানার জন্মের পরপর মহাসমস্যায় পড়েন ফিরোজ। তিনি বলেন, বাচ্চা হওয়ার পর থেকে ছাগলটির স্তনে দুধ আসেনি। বাচ্চাটা কাছে গেলেই মেরে তাড়িয়ে দিত। ফলে দুধ না পেয়ে ছাগলের বাচ্চাটি মরেই যেত।
কিন্তু ফিরোজের এক প্রতিবেশী তাহসিন একটি কুকুরকে প্রতিদিন খাবার এনে খেতে দেয়। কুকুরটিকে ‘টাইগার’ নামও দেয় সে। কয়েকদিন ধরেই টাইগার এলেই তাহাসিন তার গায়ে হাত বুলিয়ে দেয়। আর তখন ফিরোজের ছাগলছানাটি কুকুরটির দুধ পান করে।
প্রতিদিন দুই বেলা ছাগলছানাকে দুধ পান করানো যেন দায়িত্ব হয়ে উঠেছে তাহসিন ও টাইগারের। তাহাসিন বলে, ‘ওইটুকু বাচ্চা দুধ পায়নি। আমার খুব কষ্ট হচ্ছিল। তাই টাইগারের কাছে দুধ খাওয়াতে নিয়ে গিয়ে দেখি টাইগার দুধ খাওয়াচ্ছে।’