জাফলংয়ে নতুন বাজার মিতালী যুব সংঘের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
মোঃ হারুন আহমদ
১২ মার্চ, ২০২৪, 2:26 PM
মোঃ হারুন আহমদ
১২ মার্চ, ২০২৪, 2:26 PM
জাফলংয়ে নতুন বাজার মিতালী যুব সংঘের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের নতুন বাজার মিতালী যুব সংঘের নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১১ মার্চ) দুপুরে হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচিত কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
সংগঠনের উপদেষ্ঠা ও বিশিষ্ট মুরুব্বী জুলহাস উদ্দিন শিকদারের সভাপতিত্বে ও আজির উদ্দিনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও জাফলং আমির মিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক শাহজাহান সিরাজ, নির্বাচিত কমিটির পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুল সরকার, কোষাধ্যক্ষ ইউপি সদস্য দৌলত খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সরোয়ার্দী হোসেন, ইউপি সদস্য ইব্রাহিম আলী,ইউপি সদস্য শাহজাহান মিয়া,বিশিষ্ট মুরুব্বি আশরাফ খাঁন,বিশিষ্ট মুরুব্বি ফরমান সরকার, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কদ্দুস খাঁনসহ নব-নির্বাচিত কমিটির সদস্যরা।
শপথ বাক্য পাঠ শেষে নব-নির্বাচিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেন আমন্ত্রীত অতিথিবৃন্দ।নতুন বাজার মিতালী যুব সংঘ বাজারের উন্নয়নে ভুমিকা পালন করবে।