জুড়ীতে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় পিডিবির অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ
নিজস্ব প্রতিনিধি
১২ সেপ্টেম্বর, ২০২২, 1:18 AM
নিজস্ব প্রতিনিধি
১২ সেপ্টেম্বর, ২০২২, 1:18 AM
জুড়ীতে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় পিডিবির অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এ সভায় পিডিবির জুড়ী অফিসের উপ-সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীমকে তোপের মুখে পড়তে হয়েছে। সভায় পিডিবির অব্যবস্থাপনা নিয়ে বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রনজিতা শর্মা এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিত সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, নবাগত উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাশ, নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ,জনস্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন সুত্রধর, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নূর, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমেদ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলী , পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, এনজিও সংস্থা সূচনার নিউট্রিশন অফিসার মা: ওসমান গনি সিদ্দিকী, ইউনিয়ন কো-অর্ডিনেটর মা: নিজাম উদ্দিন সহ সরকারি বেসরকারি কর্মকর্তাগণ।
সভায় উপস্হিত সকলেই জুড়ীতে চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। তবে এ সভার বেশির ভাগ সময় পিডিবির উপ সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামিমকে পিডিবির নানা অনিয়মের ব্যাপারে নাস্তানাবুদ হতে হয়েছে। উপজেলায় বিদ্যুৎ এর অব্যবস্থাপনা নিয়ে সবাই ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ নিজেই বিদ্যুৎ এর ভুতুড়ে বিল নিয়ে ভোক্তভোগী বলে সভায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আমারই যদি এ অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? এ সময় তিনি আরোও বলেন, সাধারণ মানুষ ভুতুড়ে বিল সহ নানা অব্যবস্থাপনা থেকে মুক্তি চায়।