ঢাকা ১৯ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে ঘাতক ট্রাক চালকের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ওসমানীনগরে আইএফআইসি গোয়ালাবাজার ব্রাঞ্চের কম্বল বিতরণ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এখনো সক্রিয় সড়কের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান লাউ চাষ করে লাখপতি জুড়ীর প্রবাস ফেরত সালেহ জুড়ী-কুলাউড়ার শতশিক্ষকের মিলনসভা অনুষ্ঠিত তারেক - জোবাইদাসহ যে ৫ জন‌ খালেদা জিয়াকে লন্ডনে স্বাগত জানাবেন জুড়ীতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ তাহিরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা জুড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডিবিসি নিউজে নিয়োগ পেলেন ওমর ফারুক নাঈম

জুড়ীতে ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পরিবেশমন্ত্রী

#

মনিরুল ইসলাম

১৩ অক্টোবর, ২০২৩,  10:52 PM

news image

মনিরুল ইসলাম ।। মৌলভীবাজার জেলার জুড়ীতে ৫ কোটি ২০ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে জুড়ী শিশুপার্কে
"জুড়ী নদীর তীরে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, নদীর তীরে বৃক্ষরোপণ ও নদীকে দূষণমুক্ত রাখতে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ প্রকল্পের" উদ্বোধন করেন মন্ত্রী।

পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) অর্থায়নে ২০২৩-২০২৪ অর্থবছরের এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ২০ লক্ষ টাকা। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী বলেন, দেশের জনগণ যেসব উন্নয়ন চিন্তাই করতে পারেনি, সেসব উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের প্রকল্প পরিচালকসৈয়দ আহমেদ কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, সহ-সভাপতি এডভোকেট আব্দুল খালিক সোনা, থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন চিকন, আব্দুল লতিফ, ইমরুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইরুল ইসলাম, আহমদ কামাল অহিদ, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বল প্রমুখ। এছাড়াও এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ