ঢাকা ১১ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ী-কুলাউড়ার শতশিক্ষকের মিলনসভা অনুষ্ঠিত তারেক - জোবাইদাসহ যে ৫ জন‌ খালেদা জিয়াকে লন্ডনে স্বাগত জানাবেন জুড়ীতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ তাহিরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা জুড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডিবিসি নিউজে নিয়োগ পেলেন ওমর ফারুক নাঈম শীতবস্ত্র কোন প্রকার দয়া নয়, তারেক রহমানের উপহার' শ্রীমঙ্গলে- মহসিন মিয়া মধু ব্যয়ভার বহনের সক্ষমতা নেই পরিবারের টিউমার ক্যান্সারে আক্রান্ত রোগী হাসিনা বাঁচার আকুতি সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ

জুড়ী-কুলাউড়ার শতশিক্ষকের মিলনসভা অনুষ্ঠিত

#

মনিরুল ইসলাম

১০ জানুয়ারি, ২০২৫,  8:44 PM

news image

মৌলভীবাজার জেলার জুড়ী-কুলাউড়ার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষকের প্রানবন্ত মিলনসভা অনুষ্ঠিত হয়েছে। ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে রামপাশাস্থ ইক্বরা মাদ্রাসা মাঠে শিক্ষকদের এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। কনকনে শীত ও কুয়াশা উপেক্ষা করে যথাসময়ে শিক্ষকরা উপস্থিত হন। 


অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল বারীর সভাপতিত্বে ও তরুণ শিক্ষক, মিডিয়া ব্যক্তিত্ব এম এস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি, জিপিএস ইস্পাত এর হেড অব সেলস (কর্পোরেট) মো: এনামূল ইসলাম। 


বিশেষ অতিথি ছিলেন ভূকশিমইল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নূরুল ইসলাম (নূর উদ্দিন), যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার শেখ আশরাফুল আলম রাজা, স্পেন প্রবাসী কমিউনিটি লিডার রমিজ উদ্দিন, ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ফখর উদ্দিন, ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার এন্ড চেয়ারম্যান সিরাজুল ইসলাম শফিক। 


শুভেচ্ছা বক্তব্য দেন ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি এটিএম সোলেমান। 


শতশিক্ষকের মিলনসভায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সনজিত কুমার দাশ, ভূকশিমইল স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, ইয়াকুব তাজুল মহিলা কলেজের প্রভাষক খালিক উদ্দিন, ভূকশিমইল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শফিক মিয়া, উচাইল হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার তুহিন, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফরমান আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ভূয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফসা খানম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মোনাইম প্রমুখ। 


এছাড়া বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাকির হোসাইন সিদ্দিকী জামাল, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, দুবাই প্রবাসী আব্দুল হামিদ প্রমুখ। 


শতাধিক শিক্ষকের এ মিলনমেলা দোয়া ও প্রীতিভোজের মাধ্যমে সমাপ্তি ঘটে। আগামী বছর থেকে আরো বৃহৎ পরিসরে জুড়ী-কুলাউড়ার শিক্ষকদের মিলনমেলা করার ঘোষণা দেওয়া হয়। 


logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ