ঢাকা ১৯ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে ঘাতক ট্রাক চালকের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ওসমানীনগরে আইএফআইসি গোয়ালাবাজার ব্রাঞ্চের কম্বল বিতরণ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এখনো সক্রিয় সড়কের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান লাউ চাষ করে লাখপতি জুড়ীর প্রবাস ফেরত সালেহ জুড়ী-কুলাউড়ার শতশিক্ষকের মিলনসভা অনুষ্ঠিত তারেক - জোবাইদাসহ যে ৫ জন‌ খালেদা জিয়াকে লন্ডনে স্বাগত জানাবেন জুড়ীতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ তাহিরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা জুড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডিবিসি নিউজে নিয়োগ পেলেন ওমর ফারুক নাঈম

পথচারীকে চাপা দিয়ে মারল বেপরোয়া প্রাইভেটকার

#

২১ জানুয়ারি, ২০২২,  12:17 PM

news image

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেটকার চাপায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।


বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়কের দুই নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতের নাম মোহাম্মদ টিটু। তিনি একই ইউনিয়নের ফকিরহাট এলাকার মোহাম্মদ শামসুর ছেলে। আহতের নাম মোহাম্মদ জোহান। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হয়।   


সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, আহত দুজনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক টিটু নামে একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।


এর আগে, ১১ জানুয়ারি দুপুরে একই ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট আব্দুল্লাহর ঘাটা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন মারুফ নামে এক যুবক। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত মারুফ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কালঘড়া এলাকার মোহাম্মদ মতিনের ছেলে। বর্তমানে ফৌজদারহাট জলিল স্টেশন এলাকায় থাকে তার পরিবার।


একইদিন সকালে ফৌজদারহাট আব্দুল্লাহর ঘাটার দুই কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল লতিফ নামে একজন নিহত হন।


পুলিশ জানায়, মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল লতিফ। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ