বানারীপাড়ায় সর্বস্তরে জনগণের সাথে বরিশাল জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের মতবিনিময় সভা
০৫ অক্টোবর, ২০২৪, 8:17 PM
NL24 News
০৫ অক্টোবর, ২০২৪, 8:17 PM
বানারীপাড়ায় সর্বস্তরে জনগণের সাথে বরিশাল জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের মতবিনিময় সভা
নারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রধান, সুধীবৃন্দ ও বিভিন্ন প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময় উপজেলা অডিটেরিয়ামে মতবিনিময় সভায় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: অন্তরা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। সহকারী কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসনিম রহমান অনিন্দ্রর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, ম্যাজিস্ট্রেট রবিউল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মুমিন উদ্দীন প্রমুখ।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শাহে আলম মিয়া, সদস্য সচিব মোহাম্মদ রিয়াজ আহমেদ মৃধা, বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসেন মোজাম্মেল, বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার, সাংবাদিক সাইদুল ইসলাম, বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদে দেবাশীষ দাস প্রমুখ। এ সময় জেলা প্রশাসক ও এসপি আসন্ন পূজাকে কেন্দ্র করে কোন পূজা মন্ডপে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সবাইকে সজাগ বৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন। প্রতিটি পূজা মন্ডপে যাতে সুন্দর সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠিত হতে পারে তার জন্য সবার কাছে সহযোগিতা এবং এবং প্রতিদিন প্রতিটি পূজা মন্ডপে পালাবদল করে পাঁচজন করে পাহারায় থাকতে হবে বলে সবাইকে জানান।