বালাগঞ্জে সাজাপ্রাপ্ত ৩ আসামীসহ গ্রেফতার ৪
নিজস্ব প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি, ২০২৪, 9:22 PM
নিজস্ব প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি, ২০২৪, 9:22 PM
বালাগঞ্জে সাজাপ্রাপ্ত ৩ আসামীসহ গ্রেফতার ৪
বালাগঞ্জ প্রতিনিধি ।। সিলেটের বালাগঞ্জে ৩ জন সাজাপ্রাপ্ত সহ ৪ আসামীকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ। শনিবার (০৩ ফেব্রুয়ারি) বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বদিউজ্জামানের দিকনির্দেশনায় এসআই মলাই মিয়া, এসআই জহর লাল দত্ত, এসআই নুরুজ্জামান, এসআই এনামুল হক সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বালাগঞ্জ থানা এলাকার বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- ওয়ারেন্টভুক্ত আসামী পূর্বগৌরীপুর ইউপির মুসলিমাবাদ গ্রামের মৃত আব্দুল খালিক তালুকদার ছেলে মোঃ আতাউর রহমান তালুকদার, ওয়ারেন্টভুক্ত আসামী বালাগঞ্জ সদর ইউপির চাঁনপুর গ্রামের আব্দুর রাজ্জাক ছেলে মোঃ আব্দুল কাদির, ওয়ারেন্টভুক্ত আসামী দেওয়ানবাজার ইউপির সুলতানপুর গ্রামের হাজী তেরা মিয়া ছেলে মোঃ কবির মিয়া, মোরারবাজার এবং মোগলাবাজার থানার মামলার ০১ জন ওয়ারেন্টভুক্ত আসামী বালাগঞ্জ উপজেলার হায়দরপুর গ্রামের মৃত তখলুছ মিয়ার ছেলে আতিক মিয়া। আসামী ৪জনকে নিজ নিজ বাড়ি হইতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান বলেন, পৃথক পৃথক মামলায় গ্রেফতারকৃত আসামী ৪ জনকে শনিবার (০৩ ফেব্রুয়ারি) আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।