মলত্যাগের পর বের হলো ৩ হাজার ইয়াবা আটক পাচারকারী
০৭ জানুয়ারি, ২০২২, 8:39 PM
NL24 News
০৭ জানুয়ারি, ২০২২, 8:39 PM
মলত্যাগের পর বের হলো ৩ হাজার ইয়াবা আটক পাচারকারী
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পেটের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা বহনের সময়ে মো. হাফিজুল হক নামের এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। পরে মলত্যাগ করানোর পর তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-৩ এর সহকারী পরিচালক (অপস) ফারজানা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৩ জানতে পারে যে, যাত্রাবাড়ী এলাকায় কিছু মাদক চোরাকারবারি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কেনা-বেচা করছে। এমন খবর শুনে র্যাব-৩ এর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে মো. হাফিজুল হক নামের এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
আটক হাফিজুরের বরাত দিয়ে র্যাব জানায়, তার দেহ তল্লাশি করে কোনো প্রকার মাদকদ্রব্য পায়নি। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে, ইয়াবা ট্যাবলেট বিশেষ কৌশলে খেয়ে ফেলেছে। এবং তার পেটের মধ্যে টেপ দ্বারা মোড়ানো আছে। পরবর্তীতে হাফিজুর পায়ুপথে মলের মাধ্যমে ৬০ টি স্বদৃশ ট্যাবলেট বের করেন। সেখানে ৬০টি স্বদৃশ ট্যাবলেট থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাবাদে তিনি আরও জানান, র্দীঘদিন ধরে ঢাকার বিভিন্ন জায়গায় কৌশলে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে বিক্রি করছেন। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
আটক মো. হাফিজুল হকের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা গ্রামে।