মহেশখালীতে অটোরিকশার চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু
৩০ জানুয়ারি, ২০২২, 2:10 PM
NL24 News
৩০ জানুয়ারি, ২০২২, 2:10 PM
মহেশখালীতে অটোরিকশার চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু
কক্সবাজার অফিস
কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া বাজারের পুর্ব পাশে প্রধান সড়কে অটোরিকশা( সিএনজি) চাপায় এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন৷
নিহত তানভীর মাহতাব আলভী (৩) কালারমারছড়া ফকিরজুম পাড়ার বাসিন্দা আবদুল গফুরের ছেলে।
রোববার (৩০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে এদূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান , অটোরিকশাটি (সিএনজি) বদরখালী থেকে কালারমারছাড়া উদ্দেশ্যে আসছিল এ সময় রাস্তা পার হতে গিয়ে শিশুটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল হাই জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক ও গাড়িটি জব্দ করা হয়েছে।
কালারমারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।