মানবিক সাম্যের সমাজ গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই
নিজস্ব প্রতিনিধি
১৪ জানুয়ারি, ২০২২, 7:11 PM
নিজস্ব প্রতিনিধি
১৪ জানুয়ারি, ২০২২, 7:11 PM
মানবিক সাম্যের সমাজ গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই
নিজস্ব সংবাদদাতা, পটিয়া:- শিক্ষার আলোয় আলোকিত করতে পারে একটি সমাজকে। একটি শিক্ষিত সমাজ আলোকিত করতে পারে পুরো দেশকে। একটি দেশের মূল শক্তি হচ্ছে শিক্ষা। মানবিক সাম্যের সমাজ গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। পটিয়ায় ২০২১ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা সামগ্রী বিতরণ ও দিশা ট্রাস্টের পটিয়া পৌরসদরের ৬নং ওয়ার্ডে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
শুক্রবার(১৪ জানুয়ারি) বিকেলে পটিয়া পৌরসদরের পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক হেফাজুল করিম রকিব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শফিউল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডাক্তার সেলিম উদ্দিন , সমাজসেবক আবুল মুনছুর নোমান। বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি আবু ইউসুফ পিংকু, সিনিয়র সহ সভাপতি শফিউল বশর মামুন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক এমদাদুল ইসলাম তাসপি, অভিবাবক আইরিন সুলতানা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আনিকা সালমা। সঞ্চালনায় ছিলেন, যুগ্ন সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী রাসেল।
অনুষ্ঠান শেষে ৫০ জন হতদরিদ্র সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, বই, খাতা, কলম এবং পটিয়া পৌরসদরের ৬নং ওয়ার্ডে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৮ কৃতি শিক্ষার্থী কে ক্রেস্ট সহ ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানানো হয়।