শেখ হাসিনার বিচারের দাবিতে তাহিরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
শওকত হাসান
১৫ আগস্ট, ২০২৪, 1:19 AM
শওকত হাসান
১৫ আগস্ট, ২০২৪, 1:19 AM
শেখ হাসিনার বিচারের দাবিতে তাহিরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবদল।
বুধবার দুপুরে উপজেলা সদর বাজারে জাতীয়তাবাদী যুবদল তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে তাহিরপুর উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহাব্বায়ক আবু সায়েমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভাস্কর রায়, উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, উপজেলা কৃষক দলের আহাব্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব আবুল কালাম, যুগ্ম আহাব্বায়ক তামিম হাসান লিংকন, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বাদল মিয়া, জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ মাহবুব মল্লিক, উপজেলা সেচ্চাসেবক দলের আহাব্বায়ক শাহিন মিয়া, সদস্য সচিব ড. হাবিব প্রমুখ।
এছাড়াও মৎসজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলামিন গণি, উত্তর বড়দল ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল বারিক, বালিজুরি ইউনিয়নের যুবদলের সভাপতি জিল্লুর রহমান, সিনিয়র সহ সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক হারিস উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক সাইকুল ইসলাম, দক্ষিণ বড়দল ইউনিয়ন যুবদলের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক মালু মিয়া, বাদাঘাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুবদলের তাবারক হোসেন মৌল্লা, উপজেলা যুবদলের সদস্য সবুজ মিয়া, তুফায়েল মিয়া, হোসাইন মোহাম্মদ গাজিসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।