শ্রীমঙ্গলে কর্মরত অবস্থায় ছিটকে পড়ে চা শ্রমিকের মৃত্যু
রাজেশ ভৌমিক
০২ জুলাই, ২০২৪, 8:10 PM
রাজেশ ভৌমিক
০২ জুলাই, ২০২৪, 8:10 PM
শ্রীমঙ্গলে কর্মরত অবস্থায় ছিটকে পড়ে চা শ্রমিকের মৃত্যু
রাজেশ ভৌমিক, প্রতিনিধি শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালিশিরা ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় পবন তাঁতী(৪৬) নামে চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবাবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ফ্যাক্টরির ভিতরে কাজ করা অবস্থায় বেল্ট থেকে রোলার মেশিনের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পবন তাতি উপজেলার কালিঘাট ইউপির কালিঘাট চা বাগানের মৃত ভিম তাঁতির ছেলে। তিনি ফিনলে টি কোম্পানির বালিশিরা চা ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে বালিশিরা ফ্যাক্টরির ভেতর কর্মরত ছিলেন। ফ্যাক্টরিতে কাজ করার সময় অসাবধানতাবশত মনরল থেকে রটাল মেশিন এর উপর ঝিটকে পড়ে গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে মৃত পবন তাতির আত্নীয় স্বজনদের সম্মতিক্রমে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন দেওয়ার সিদ্ধান্ত দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মহোদয় এর মতামতের অপেক্ষায় আছি।এবং আইনি প্রক্রিয়া চলমান আছে।