সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি
১৩ ডিসেম্বর, ২০২৩, 4:44 PM
নিজস্ব প্রতিনিধি
১৩ ডিসেম্বর, ২০২৩, 4:44 PM
সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে নব নির্বাচিত সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।
বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ নুর মাস্টার, ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের কোঃ লিঃ কলাবাড়ী বাজার শাখার এজিএম মোঃ সাঈম আহমদ শাহীন, সিএনজি শ্রমিক ইউনিয়ন জুড়ী উপজেলা শাখার সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সদস্য ফয়জুল ইসলাম কালা, সাগরনাল ইউনিয়ন পরিষদের সদস্য ও সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ আখলিছ মিয়া, সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আঃ গনি, সাবেক মেম্বার তৈমুছ খান, দক্ষিণ বড়ডহর পঞ্চায়েত কমিটির সভাপতি মজাইদ আলী, বড়ডহর দারুল কেরাত মাদরাসার সভাপতি হাজী হারিছ আলী, সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থা সৌদি আরব শাখার প্রধান উপদেষ্টা আঃ কুদ্দুস, সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সভাপতি তৈয়বুর রহমান, সাবেক সভাপতি ও বাংলাদেশ পুলিশের এএসআই সহিদুর রহমান পাবেল, ছাত্র নেতা এন আর সাজেদ, সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি হাফেজ নাসির উদ্দিন, সাবেক সভাপতি কবির খান, দক্ষিণ আফ্রিকা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
শুভেচ্ছা বক্তব্য ও নতুন কমিটি পাঠ করে শোনান সাবেক সাধারণ সম্পাদক এবং নির্বাচক প্যানেলের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করা মোঃ ইসলাম উদ্দিন। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার ধর্ম বিষযক সম্পাদক হাফেজ মোঃ আঃ নুর। এছাড়া সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার বিভিন্ন পদের দায়িত্ব প্রাপ্ত ও বিভিন্ন শাখা কমিটির সদস্যগনসহ এলাকায় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দীর্ঘ ৪৩ বছর যাবৎ পবিত্র কুরআন খেদমত করায় বড়ডহর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ আঃ আজিজ এবং সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সভাপতি মোঃ তৈয়বুর রহমান, সাবেক সভাপতি ও বাংলাদেশ পুলিশের এএসআই সহিদুর রহমান পাবেল এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বক্তরা সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার দীর্ঘ ২৪ বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। গরীব অসহায় মানুষের গৃহ নির্মান, খাদ্য সামগ্রী বিতরন, অসহায় ছাত্রদের সহযোগিতাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানে সোনার বাংলা পরিবারের সহযোগীতার কথা তুলে বক্তারা সোনার বাংলা পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে অনেক গুলি দাবী দাওয়া তুলে ধরা হয়। এর মধ্যে দুই জন বীরমুক্তিযোদ্ধার নামে দুটি রাস্তা পাকা করন, বড়ডহর হাফিজিয়া মাদরাসায় নতুন মসজিদ নির্মান, দারুল কেরাত মাদরাসায় ভবন নির্মাণ অন্যতম। প্রধান অতিথি প্রথমিক ভাবে দুটি রাস্তা ৫০০ মিটার পর্যন্ত ইট সোলিং করার ঘোষণা দেন এবং পর্যায়ক্রমে পাকা করার আশ্বাস দেন। এছাড়া তিনি বড়ডহর হাফিজিয়া মাদরাসা ও মাদরাসা মসজিদ এবং দারুল কেরাত মসজিদে সহযোগিতা করার আশ্বাস দেন।