১৯ আনসার ব্যাটালিয়ন এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ
নিজস্ব প্রতিনিধি
০৫ জানুয়ারি, ২০২২, 7:02 PM
নিজস্ব প্রতিনিধি
০৫ জানুয়ারি, ২০২২, 7:02 PM
১৯ আনসার ব্যাটালিয়ন এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ
১৯ আনসার ব্যাটালিয়ন রুমা, বান্দরবান এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকভাবে বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। পরে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের আত্নার মাগফেরাত কামনা,যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধাদের প্রতি দোয়া এবং বাহিনীর উত্তরোত্তর সুখ-সমৃদ্ধি ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত ও কোরআন খতম পাঠ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি ইঞ্জিনিয়ার্স, রুমা (৯ বিজিবি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লে.কর্নেল হাছান শাহরিয়ার ইকবাল পিএসসি, অধিনায়ক ২৮ বীর, রুমা জোন। ব্যাটালিয়নের পরিচালক মো: আব্দুল মজিদ, পিএএমএস।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জোনের বিভিন্ন অফিসার্সগণ, উপজেলা চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, ব্যাটালিয়নের সদস্য, বাংলাদেশ সেনাবাহিনীর ও বিজিবির সদস্যরা।