অভিশপ্ত বর্ডার
নিজস্ব প্রতিনিধি
২৫ জানুয়ারি, ২০২২, 3:34 PM
নিজস্ব প্রতিনিধি
২৫ জানুয়ারি, ২০২২, 3:34 PM
অভিশপ্ত বর্ডার
অভিশপ্ত বর্ডার
মোরশেদ আলম
````````````` * ``````````
স্রষ্টার সৃষ্টির বিভক্তি করন,
বর্ডার নামক উগ্র সমীকরন!
ভেদ্য করেছে মানব জীবন,
বর্ডারের জন্য শত শত মরন!
একটা পাখি তার স্বাধীনতা বুঝে;
সৃষ্টির শ্রেষ্টত্ব কেন আজ মুখ বুজে?
ধর্মের নামে অধর্ম উগ্রবাদ
নির্বিচারে দ্বীন ভেজে!
শোষিত কেন মানব সমাজ?
আনমনা সাধু সেজে!
তবে তাঁরাও কি তার মন্ত্র বুঝে?
নির্দ্বিধায় নিচ্ছে সহ্য করে!
জাগবে না কি বিশ্ব বিবেক?
আর কত লুন্ঠিত হবে?
ধ্বংসাত্নক আর কি আছে?
বর্ডার নিয়েছে জীবন ছিনিয়ে!
আর কত রক্ত সাগরে ভাসবে যে লাশ,-
অকাতরে?
বর্ডার নয় তো মানবতা!
আমরা প্রতিটি মানুষ একই সভ্যতা।
তবে কেন এই রুদ্ধতা?
গড়তে পারছি না কেন ঐক্যবদ্ধতা?
শক্তি কবু আধাঁর- মিথ্যা- মূখর্তার নয়!