ঢাকা ১৪ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
ওসমানীনগরে আইএফআইসি গোয়ালাবাজার ব্রাঞ্চের কম্বল বিতরণ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এখনো সক্রিয় সড়কের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান লাউ চাষ করে লাখপতি জুড়ীর প্রবাস ফেরত সালেহ জুড়ী-কুলাউড়ার শতশিক্ষকের মিলনসভা অনুষ্ঠিত তারেক - জোবাইদাসহ যে ৫ জন‌ খালেদা জিয়াকে লন্ডনে স্বাগত জানাবেন জুড়ীতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ তাহিরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা জুড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডিবিসি নিউজে নিয়োগ পেলেন ওমর ফারুক নাঈম শীতবস্ত্র কোন প্রকার দয়া নয়, তারেক রহমানের উপহার' শ্রীমঙ্গলে- মহসিন মিয়া মধু

লাউ চাষ করে লাখপতি জুড়ীর প্রবাস ফেরত সালেহ

#

মনিরুল ইসলাম

১২ জানুয়ারি, ২০২৫,  1:25 PM

news image

মনিরুল ইসলাম: সবুজ ক্ষেত জুড়ে শুধু লাউ আর লাউ। মাচার ওপরে গাছ আর তার নিচে ঝুলছে শত শত লাউ। দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। এই লাউয়ের আবাদ করে লাখপতি বনে গেছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বাছিরপুর গ্রামের  চাষি সালেহ আহমেদ।

দীর্ঘ  ৭ বছর প্রবাসে ছিলেন সালেহ আহমেদ। এক বছর আগে দেশে এসে বেকার হয়ে পড়েন বেকার। প্রবাসে যাওয়ার আগে তিনি করতেন কৃষি কাজ। পূর্বের কৃষি কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ও উপজেলা কৃষি অফিসের সহায়তায় এবার বাড়ির পাশের ২০ শতাংশ জমিতে লাউয়ের আবাদ করেছেন তিনি। তার ক্ষেতের উৎপাদিত লাউ যাচ্ছে জেলার বিভিন্ন উপজেলায়। শুধু লাউ নয় বেগুন, টমেটো , শষা সহ নানা রকম সবজির আবাদ করে তিনি এলাকায় মডেল কৃষকে পরিণত হয়েছেন।

জানা যায় , ছোট বেলা থেকেই কৃষির প্রতি এক অন্যরকম টান ছিল তার। তাইতো দশ বছর আগ থেকেই কৃষির আবাদ করতেন তিনি। পরে কৃষিতে সুবিধা করতে না পেরে গত ২০১৭ সালে তিনি পাড়ি জমান দুবাই। ৭ বছর বিদেশে থেকে ২০২৩ সালের শেষের দিকে দেশে ফিরে কিছু দিন বেকার থাকার পর  কৃষি কাজে মনোনিবেশ করেন। সেই থেকে তার চাষাবাদ শুরু।  তার বাড়ির পাশের বিশ শতাংশ জমি লিজ নিয়ে গত তিন মাস আগে লাউয়ের আবাদ শুরু করেন। জমি তৈরি, সার, সেচ, কিটনাশক, মাচা তৈরি করে নিজ হাতে পরিচর্যার মাধ্যমে  গাছ লাগানোর ১০০ দিনের মাথায় লাউ পাওয়া শুরু করেছেন তিনি। বর্তমানে তিনি প্রতিদিন ৪০/৫০ টি লাউ ৫০/৬০ টাকা ধরে বিক্রি করতে পারছেন। খরচ বাদে এ জমি থেকে লাউ বিক্রি করে তিনি লাখ টাকা আয় করেছেন। ঠিকমতো পরিচর্যা করলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে আরও অর্ধ লক্ষাধিক টাকার লাউ বিক্রি করা সম্ভব হবে বলে তিনি জানান। বিষমুক্ত লাউ চাষের কারণে বাজারে তার লাউয়ের ব্যাপক চাহিদা রয়েছে। তাই তো দিন দিন কৃষির প্রতি টান বাড়ছে তার। তার লাউ চাষ দেখতে আশেপাশের উপজেলা থেকে অনেকেই আসছেন। সালেহ আহমেদের সাফল্য দেখে  অনেকেই কৃষি উদ্যোক্তা হতে কৃষির দিকে ঝুঁকছে।

কৃষক সালেহ আহমেদ জানান, কম শ্রম, অল্প পুঁজি ও সীমিত জমিতে লাউ চাষে অতিরিক্ত ফলন পাওয়া সম্ভব। লাউ চাষে তিনি কোনো ধরণের রাসায়নিক সার ও বিষ প্রয়োগ করেননি। পরবর্তিতে আরও বড় পরিসরে লাউয়ের পাশাপাশি বিষমুক্ত ও নিরাপদ উপায়ে অন্যান্য সবজি চাষ করতে চান তিনি। 

উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল আলম খান জানান, সালেহ আহমেদ প্রবাস থেকে ফিরে লাউ চাষ করে ইতিমধ্যে উপজেলায় একজন সফল কৃষি উদ্যোক্তা হয়েছেন। তিনি লাউ ছাড়াও বেগুন, টমেটোসহ অন্য সবজির আবাদ করেছেন। আমরা কৃষি বিভাগ থেকে তাকে জৈব পদ্ধতিতে চাষাবাদ, উন্নতি প্রযুক্তি ব্যবহারসহ যাবতীয় কৃষি পরামর্শ দিয়ে আসছি। 


logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ