আমির হোসেন কুলাউড়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক
বার্তা সম্পাদক
২১ মে, ২০২৩, 12:37 AM
বার্তা সম্পাদক
২১ মে, ২০২৩, 12:37 AM
আমির হোসেন কুলাউড়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ কুলাউড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন। উনার এই প্রাপ্তিতে খুশি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষকসহ কুলাউড়ার শিক্ষক সমাজ।
মোঃ আমির হোসেন ২০০৬ সালে এনসি স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তৎকালীন সময় থেকে অদ্যাবদী তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।
মোঃ আমির হোসেন এর হাত ধরে এই প্রতিষ্ঠান ২০০৯ সালে মডেল স্কুলের স্বীকৃতি পায়। ধারাবাহিক ভালো ফলাফল ও সার্বিক অগ্রগতির ফলস্বরূপ ২০১৬ সালে নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা আসে। দীর্ঘ প্রক্রিয়া শেষে চলতি বছরের মার্চে প্রতিষ্ঠানটি চুড়ান্তভাবে জাতীয়করণ হয়।
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন এক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এই অর্জন একা আমার নয়। আমার সকল শিক্ষকমন্ডলীর। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে একটা সুনাম বয়ে আনছে। যদিও সাফল্যের ধারা অক্ষুণ্ণ রাখা চ্যালেঞ্জিং বিষয়, যা করতে পেরেছি সহকর্মীদের সহযোগিতায়। আমার বিশ্বাস কুলাউড়াবাসীর শিক্ষার উন্নয়নে এই প্রতিষ্ঠান আগামীতেও অগ্রণী ভূমিকায় থাকবে।