আহমেদ রিয়াজের হুঁশিয়ারি:‘নির্বাচনে কোনো গুনডামি না করার আহ্বান
আদনান চৌধুরী
২৫ ডিসেম্বর, ২০২৩, 9:21 PM
আদনান চৌধুরী
২৫ ডিসেম্বর, ২০২৩, 9:21 PM
আহমেদ রিয়াজের হুঁশিয়ারি:‘নির্বাচনে কোনো গুনডামি না করার আহ্বান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার ১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সমর্থনে নির্বাচনী সভায় বলেন নির্বাচনে ‘ভোট ডাকাতির’ ব্যাপারে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দিয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন। গতকাল জুড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে এক নির্বাচনী সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির বড়লেখা উপজেলা কমিটির সহসভাপতি জামাল উদ্দিন ছুনু , সাধারণ সম্পাদক বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজাদ প্রমুখ।
সভায় সিলেটের আঞ্চলিক ভাষায় আহমেদ রিয়াজ আরও বলেন, '২০১৮ সালর লাখান ইবার ভোট ডাকাতি অইত নায়। বিনা ভোটে মন্ত্রী-এমপি অইতা নায়। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন “ভোট নিরপেক্ষ হবে একটা ব্যালেট হাত দিলে আমার বুলেট তার বুকে চলে যাবে” ২৯ তারিখ সেনাবাহিনী আসবে। সেনাবাহিনী কার লাগি আর? বিএনপির লাগি নায়, জামায়াতের লাগি নায়। ভোট ডাকাতি করবা, এরারে ধরার লাগি। মন্ত্রীর (আওয়ামী লীগের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন) খাইয়া-পিন্দিয়া যেরা মোটাতাজা অইরায়, তারা ভোট ডাকাতির কথা চিন্তা করিও না। তোমি-তাইন দুই–একজনে কিতা শাহাব উদ্দিন সাবরে পাস করাইলাবায় নি? ইবার হিতা নায়। মানুষ একজন-দুজন করিয়া কেন্দ্রে যাইতে থাকব, কেন্দ্রে গিয়া নৌকাত মারব কিল আর লাঙ্গলে মারব সিল।