উৎসবমুখর পরিবেশে শিলুয়া স্কুল ও কলেজের পুনর্মিলনী অনুষ্ঠিত
১৬ এপ্রিল, ২০২৪, 11:54 AM
NL24 News
১৬ এপ্রিল, ২০২৪, 11:54 AM
উৎসবমুখর পরিবেশে শিলুয়া স্কুল ও কলেজের পুনর্মিলনী অনুষ্ঠিত
তানজির আহমেদ রাসেল : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান। প্রতিষ্ঠানের
৮৬ বছর পূর্তি উপলক্ষে শনিবার (১৩ এপ্রিল)
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
নান্দনিক আয়োজনে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীন শিক্ষাবিদ ও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী গোপাল চন্দ্ৰ ধর ।
শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রবীণ শিক্ষার্থী প্রশান্ত কুমার দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নীলমনি সিংহ।
পুনর্মিলনীতে এসে উচ্ছ্বাসে মেতেছিলেন প্রাক্তন শিক্ষার্থীরা। অনেক বছর পর স্কুল জীবনের সহপাঠিদের সাথে গত দেখা হওয়ায় আনন্দে আত্মহারা সবাই। চলে জম্পেস আড্ডা, আলাপচারিতা আর পরিবার ও কর্মস্থলের গল্প। কেউ কেউ ফিরে যান স্কুল জীবনের মজার স্মৃতি কথায়। নতুন-পুরোনো শিক্ষার্থীদের এমন আড্ডায় জমজমাট হয়ে উঠেছিল শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সবুজ মাঠ।
এই স্কুলের সার্বিক উন্নতিতে সহযোগিতা ও শিক্ষার্থীরা যাতে এক সময় দেশ ও জাতির সেবা করতে পারে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রাক্তন কৃতি শিক্ষার্থীরা। একাধিক পর্বে বিভক্ত অনুষ্ঠানমালার মধ্যে ছিল বর্ণাঢ্য র্র্যালী, আলোচনা সভা, সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পুনর্মিলনী কমিটির আহবায়ক এবং টিএন খানম সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মুজিবুর রহমান, সানাউল হক চৌধুরী শাওন,
ময়দুল ইসলাম, হাসানুজ্জামান সোয়েবের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষাবিদ গোপাল চন্দ্ৰ ধর, গভর্নিং বডির সভাপতি শাহাব উদ্দিন লেমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ,শিলুয়া উচ্চ বিদ্যাময় ও কলেজের অধ্যক্ষ তাজুর রহমান, টি এন খানম সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমেদ, শাহ নির্মাতা সাগরনাল ফুলতলা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ লিয়াকত আলী খাঁন, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেসার পরিচালক মোঃ এলাইছ মিয়া, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, বিশিষ্ট নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ দেবাশীষ বসু, শিলুয়া উচ্চ বিদ্যাময় ও কলেজের সাবেক অধ্যক্ষ সেলিম মিয়া, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর উদ্দিন,
সাবেক সহকারী শিক্ষক মোঃ মকবুল আলী, সহকারী শিক্ষক হেমন্ত বারই, সাবেক সহকারী শিক্ষক রাজকুমার বারই।
দ্বিতীয় পর্বে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাঁদের নানা অনুভূতি প্রকাশ করেন। এ পর্ব উপস্থাপনা করেন সাবেক শিক্ষার্থী এস এম শেরুজ্জামান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা।