ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

ঊষা কে, জি স্কুলে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

#

মোস্তফা বকস

০৮ জুন, ২০২৩,  10:54 PM

news image

মোস্তফা বকস্ ।। মৌলভীবাজারের রাজনগরে ঊষা কে জি স্কুল তেলিজুরী এর ২০২২ খ্রিঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্র/ ছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অধ্য ৮ জুন বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উষা কে, জি স্কুল তেলিজুরী এর হলরুমে অনুষ্ঠিত হয়( ২০২২ খ্রিঃ) অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি পাওয়া ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও আরডি আর এস বাংলাদেশ এর পিটিএলএফ এর অভিভাবক সমাবেশ। উক্ত অনুষ্ঠানে উষা কে জি স্কুলের সহঃ প্রধান শিক্ষক হেলাল বকসে্র সঞ্চালনায় ও পিটি এল এফ এর সভাপতি আনকার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আর ডি আর এস এর ট্রেনিং মনিটরিং অফিসার (মৌলভীবাজার) ফাহমিদা কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কো-অর্ডিনেটর রিপন চন্দ্র রায়, এডুকেশন ফেসিলেটর সুবেনা আক্তার, এছাড়া ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা বকস্, সহ শিক্ষক মরিয়ম আক্তার, ভবতুষ আচার্য্য,সুমাইয়া ইসলাম সোনিয়া, জেবিন আক্তার, সুপ্তা চন্দ, ফাতেমা জান্নাত কোরেশি, তাসলিমা জান্নাত প্রমূখ,অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালিক, আহমদ মিয়া,সাজু আহমেদ, তৈয়ব আলী,জসিম উদ্দিন, শহিদ মিয়া,তালেব মিয়া,মুন্নী বেগম,শিউলি খন্দকার, শিল্পী বেগম,ডলি বেগম,জরিনা বেগম,শাহীনা বেগম,ফতেমা বেগম,শাম্মী আক্তার, রিতা বেগম,সাজনা বেগম,জরিনা আক্তার, ছাবিনা বেগম,আমিনা বেগম প্রমুখ এসময় উপস্থিত বক্তৃারা বলেন ঊষা কে জি স্কুল প্রথম বছর যে রেজাল্ট করেছে তা বিদ্যালয়ের জন্য অনেক বড় পাওয়া, এবং এরি ধারাবাহিকতা বজায় রাখতে পারে এজন্য সবাইকে সহযোগিতা করার জন্য আহবান জানান, বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা বকস্ ও হেলাল বকস্ বলেন আমাদের পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতার কারনে এ রেজাল্ট পাওয়া সম্ভব হয়েছে।তাঁরা আরও বলেন আরডি আর এস বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল গুলোকে সহযোগিতা করার কারণে বিদ্যালয়ে পাঠদান করতে অনেক সুবিধা হয়েছে। তাঁরা আর ডি আর এস বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।পিটি এল এফ এর সভাপতি আনকার মিয়া বলেন এলাকায় অনেক পয়সাওয়ালা ব্যক্তি আছেন কিন্তু শিক্ষা উদ্যোগতা সবাই হতে পারেন না তাই এই বিদ্যালয় যাঁরা প্রতিষ্ঠা করেছেন এবং সফলভাবে বিদ্যালয় পরিচালনা করতে পারেন তাঁর জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন তা আমরা করবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ