এইচ.এস.সি. কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
১৭ নভেম্বর, ২০২৪, 12:37 AM
NL24 News
১৭ নভেম্বর, ২০২৪, 12:37 AM
এইচ.এস.সি. কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মো: জামাল উদ্দিন: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আল ইসলাহ সমাজ কল্যাণ পরিষদের প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়। একই সাথে এইচ.এস.সি. জিপি ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৭ নভেম্বর) উপজেলার মুহিবুর রহমান মানিক সোনালীনূর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান এবং অভিভাবকদের উপস্থিতিতে জমকালো আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলামের সঞ্চালনায় মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলীপুর হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু মসজিদের খতিব ও ইমাম মাওলানা মনোয়ার হোসেন সাহেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুলা রোছমত আলী রাম সুন্দর স্কুল এন্ড কলেজের বাংলা প্রভাষক মোঃ জামাল উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন চামতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা রহমত আলী, মহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক, আলিপুর দারুল আরকাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জামাল উদ্দিন বাহার, মাও.মতিউর রহমান, ইঞ্জিনিয়ার সোহেল আহমদ, আবু হানিফা, বজলুর রহমান, আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন চমাতলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী নূরে আলম বিন মুস্তফা দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ মাহমুদা মারওয়া হাফসা এবং মোছাঃ জেসমিন আক্তার তুলি এবং প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।