এপেক্স ক্লাব জুড়ী ভ্যালীর খাদ্য সামগ্রী বিতরণ
১৪ জুন, ২০২৪, 5:51 PM
NL24 News
১৪ জুন, ২০২৪, 5:51 PM
এপেক্স ক্লাব জুড়ী ভ্যালীর খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী ঈদ উল আযহা উপলক্ষে উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আজ শুক্রবার (১৪ জুন) বিকেলে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি।
ক্লাবের সভাপতি এপে: নোমান আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মো: আব্দুল লতিফ, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ফাউন্ডার সেক্রেটারি এন্ড ডিএন এডিটর ও অতিত সভাপতি এপে: আজিজুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি ও ক্লাবের অতিত সভাপতি এপে: সিরাজুল ইসলাম, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর অতিত সভাপতি এপে: মোঃ তাজুল ইসলাম, বর্তমান সভাপতি এপে: আনিছুর রহমান শিপলু, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সদ্য অতিত সভাপতি এপে: হাবিবুর রহমান, অতিত সভাপতি এপে: নাজিম উদ্দীন মানিক, অতিত সভাপতি এপে: আনোয়ার হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে: হাসান আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে: প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সেক্রেটারি এন্ড ডিএনএডিটর এপে: আতিকুর রহমান প্রমূখ।
উপজেলার ৫০ জন উপকারভোগী মানুষের মাঝে প্রতি প্যাকেটে ২ কেজি চাল, ১ লিটার তৈল, ২ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ২৫০গ্রাম হুইল পাউডার, ১ টা সাবান, ১ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট লবণ দেয়া হয়েছে।