এসএম জাকিরের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে বড়লেখায় কম্বল বিতরণ
তাহমীদ ইশাদ রিপন
১৭ জানুয়ারি, ২০২৩, 10:32 PM
তাহমীদ ইশাদ রিপন
১৭ জানুয়ারি, ২০২৩, 10:32 PM
এসএম জাকিরের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে বড়লেখায় কম্বল বিতরণ
বড়লেখা প্রতিনিধিঃ ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এস জাকির হোসাইন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের ড়লেখায় পি সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন নিজ উদ্যোগে ৫ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করনে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আছকির আলী, সিরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র রেহান পারভেজ রিপন, জেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন রশিদ রাজি, বেলাল আহমদ ও তানিম আহমদ প্রমূখ।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে এস এম জাকির বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।
তিনি বলেন,পর্যায়ক্রমে উপজেলার সকল শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার চেষ্টা করবো। এদিকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।