ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শাহখাকী মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুলাউড়ায়-ট্রাকের ধাক্কায় মসজিদের মোয়াজ্জিন নিহত ঐক্যবদ্ধ থাকার বিকল্প কিছু নেই' শ্রীমঙ্গলে বিএনপি'র ঈদ পুনর্মিলনীতে ফজলুল করিম ময়ুন জুড়ীতে সাংবাদিক হারিস মোহাম্মদের উপর অতর্কিত হামলা পর্তুগালে লিসবন শিল্পী গুষ্টির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ওসমানীনগরে গাছে ঝুলছিলো যুবকের ঝুলন্ত লাশ তাহিরপুরে ছাত্রদল সভাপতিকে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত তাহিরপুরে ছাত্রদল সভাপতিকে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার তাহিরপুরে ছাত্রদল সভাপতিকে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার

ঐক্যবদ্ধ থাকার বিকল্প কিছু নেই' শ্রীমঙ্গলে বিএনপি'র ঈদ পুনর্মিলনীতে ফজলুল করিম ময়ুন

#

নিজস্ব প্রতিনিধি

১০ এপ্রিল, ২০২৫,  10:29 PM

news image

শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফজলুল করিম ময়ুন বলেন, ‘কোনো অবস্থাতেই যেন মনে না করি আমরা ক্ষমতার ধারপ্রান্তে চলে এসেছি বা খুব শিগগির ক্ষমতায় যাচ্ছি। এমন ভাবনা মাথায় আনা যাবে না। সামনে কঠিন সময় আসছে সবাই একসাথে  থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ থাকার বিকল্প কিছু নেই। তিনি বলেন, আমাদের জেলা বিএনপির নেতা ও শ্রীমঙ্গল পৌরসভা থেকে বারবার নির্বাচিত সাবেক মেয়র মহসিন মিয়া মধু শ্রীমঙ্গল-কমলগঞ্জের নেতৃবৃন্দকে নিয়ে যেভাবে এতো সুন্দর ও  সুশৃংখল ঈদ পূর্ণমিলনীর আয়োজন করেছে এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এমন উদ্যোগের মাধ্যমে দলের সকল পর্যায়ের নেতা কর্মীকে এক কাতারে দেখে সত্যিই ভালো লাগছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও চান এভাবেই বিএনপি নেতৃবৃন্দরা যেন ঐক্যবদ্ধ থাকেন। 

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায়  শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, সাবেক পৌর মেয়র ও শিল্পপতি মো. মহসিন মিয়া মধু।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম ময়ূন আরও বলেন, ‘আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু দলে কোনো বৈষম্য থাকবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত ১৫/১৬ বছর ধরে আমরা আন্দোলন-সংগ্রাম করে এসেছি। মামলা, হামলা, নির্যাতন, নিপিড়ন মোকাবেলা করেই আমাদের রাজনীতি করতে হবে।

এই ঈদ পুনর্মিলনী একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। মহসিন মিয়া যেভাবে মন উজার করে সবার জন্য আয়োজন করেছেন, তাতে প্রমাণ হয় তিনি একজন জনপ্রিয় ও কর্মীবান্ধব নেতা। তাঁর ডাকে সাড়া দিয়ে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি সেটিই প্রমাণ করে বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আবেদ রেজা, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া শফি, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পুষ্প কুমার কানু, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ।

এছাড়া ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা বিএনপি, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, কমলগঞ্জ উপজেলা বিএনপি, কুলাউড়া উপজেলা বিএনপি ও এসব উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের প্রায় ৫ হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজক মহসিন মিয়া মধু বলেন, ‘তারেক জিয়ার নির্দেশ মানুষের পাশে থাকতে হবে। আমি সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, চোরাকারবারি, অর্থপাচারকারী ও দেশবিরোধীদের বিরুদ্ধে আপনাদের সাথে আছি এবং থাকব। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সেটি মেনে নেওয়া হবে না। গত ৫ আগস্ট থেকে শ্রীমঙ্গলের শান্তির জন্য লড়ছি। জেল-জুলুম, মামলা-হামলার শিকার হয়েছি, কিন্তু উশৃঙ্খলতায় জড়াইনি। যারা আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের প্রতিহত করতে গেলে শ্রীমঙ্গলবাসীর কষ্ট হতো, সেজন্য আমি তা করিনি বা কাউকে করতে দেইনি। তিনি বলেন শ্রীমঙ্গলের মানুষের শান্তির জন্য জীবনে অনেক সংগ্রাম করেছি, সবাইকে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে পথ চলতে চাই।

অনুষ্ঠান শেষে সকল নেতাকর্মীর জন্য নৈশভোজের আয়োজন করা হয়, যা ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ