কমলগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময়
৩০ এপ্রিল, ২০২৪, 5:22 PM
NL24 News
৩০ এপ্রিল, ২০২৪, 5:22 PM
কমলগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময়
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক: তৃতীয় ধাপে আসন্ন কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.ইমতিয়াজ আহমেদ বুলবুল এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল স্মার্ট কমলগঞ্জ গড়ার লক্ষ্যে সকলের সমর্থন ও ভোট চান।
কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মুনিম তরপদারের সভাপতিত্বে ও সাংবাদিক শাহিন আহমেদের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুনুর রশিদ ভূইয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইফতেখার আহমেদ বদরুল,কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান,
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মো.জুয়েল আহমেদ, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান,মো.সুলেমান মিয়া,আব্দাল হোসেন, মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান আসিদ আলী, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল মতিন,মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য তপাদার রিজওয়ানা ইয়াসমিন সুমি,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো.আনোয়ার হোসেন,উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল মালিক বাবুল,মনু ধলাই ভ্যালির সভাপতি ধনা বাউরি,উপজেলা ছাত্রলীগের সভাপতি হামীম মাহমুদ জয়,সাধারণ সম্পাদক আশরাফুল আলম পাপ্পু প্রমূখ। এছাড়াও মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।