কমলগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ
২৬ ফেব্রুয়ারি, ২০২৩, 7:38 PM
NL24 News
২৬ ফেব্রুয়ারি, ২০২৩, 7:38 PM
কমলগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই শান্তি সমাবেশ করেছে কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ।
রোববার বিকাল ৩টায় পৌর পরিষদ প্রাঙ্গন থেকে উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের ভানুগাছ চৌমুহনীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ। কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শায়েক আহমেদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আসিফ নিয়াজ রনির সঞ্চালনায় সবাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম,আনোয়ার পারভেজ আলাল, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু প্রমুখ।