করোনায় আক্রান্ত করোনা যোদ্ধা সাজু বড়ুয়া, ব্যাহত হবে নমুনা পরিক্ষা
নিজস্ব প্রতিনিধি
১৮ জানুয়ারি, ২০২২, 10:38 AM
নিজস্ব প্রতিনিধি
১৮ জানুয়ারি, ২০২২, 10:38 AM
করোনায় আক্রান্ত করোনা যোদ্ধা সাজু বড়ুয়া, ব্যাহত হবে নমুনা পরিক্ষা
মোরশেদ আলমঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র টেকনোলজিস্ট (ল্যাব) নমুনা সংগ্রহকারী করোনা যোদ্ধা দেবাশীষ বড়ুয়া সাজু করোনায় আক্রান্ত হয়েছে।
গত সোমবার রাতে তাঁর জ্বর, গলা ব্যাথা অনুভব হয়। আজ মঙ্গলবার সকালে নমুনা টেস্ট করালে করোনা তার পজিটিভ আসে। তিনি এখন হোম আইসোলেশনে রয়েছেন।
সাজু বড়ুয়া জানান, তাঁর জ্বর, ব্যাথা অনুভব হলে তিনি মঙ্গলবার সকালে সেম্পল দেন। পরে নমুনা টেস্টে পজিটিভ আসে। তিনি হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহকারী হিসেবে একমাত্র তিনি দায়িত্বরত আছেন। তিনি ছাড়া এখন আর কোন ল্যাব টেকনোলজিস্ট নেই যার কারণে নমুনা টেস্ট করানো এখন ব্যাহত হবে। ফলে সংক্রমণ ঝড়ের গতিতে বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও প্যথলজি বিভাগের অন্যান্য পরীক্ষা ও বন্ধ থাকার কারনে সাধারণ মানুষ এখন চরম ভোগান্তিতে পড়েছে।
লোকবল সংকটের কারণে এখণ আর নমুনা টেস্ট করানো যাবে কিনা জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ জানান, আমাদের হাসপাতালে একটি ল্যাবের পদ আছে। যেহেতু নমুনা সংগ্রহকারী করোনায় আক্রান্ত হয়েছে সেহেতু আমরা তার বিকল্প হিসেবে মেডিকেল টিম এনে নমুনা টেস্ট করার চিন্তা ভাবনা করছি।
প্রসঙ্গত, সম্মুখসারীর করোনা যোদ্ধা সাজু বড়ুয়া রাত দিন পটিয়ার মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছেন। তিনি এ নিয়ে ৪ বার করোনায় আক্রান্ত হয়েছেন।
#এনএল/মোরশেদ